
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ এএম
ইতালিতে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের মিলাদ মাহফিল

জমির হোসেন, ইতালি থেকে
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৭:৩৭ পিএম

আরও পড়ুন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে জাতীয় শোক দিবস পালন হয়েছে।
রোমের মক্কী মসজিদে বাদ মাগরিব ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা, কোরআন তেলওয়াত এবং বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান আয়োজন করে ইতালি আওয়ামী লীগ ও সহযোগিতায় বঙ্গবন্ধু পরিষদ।
ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আলি আহাম্মদ ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টুর পরিচালনায় ও বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা ও শোক প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা।
ইতালি আওয়ামী লীগ নেতা এমএ রব মিন্টু বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার প্রদর্শিত পথে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
এ সময় সাধারণ মুসল্লিসহ উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোকন, মাসুদুর রহমান সিদ্দিকী, জিআর মানিক, এর আর রহমান তপু, আহমেদ মামুন, মোস্তাক আহমেদ, মামুন তালুকদার, ইব্রাহিম হোসেন, হাবিব রহমান, হাফিজুর রহমান মিতু, মোজাম্মেল হক ভুঁইয়া, মিজানুর রহমান, কোয়েল ভুইয়া, জাহাঙ্গীর কাজী, ফিরোজ খান, সুমন রহমান, সোনা মিয়া প্রমুখ।
পরে কোরআন থেকে তেলওয়াত করে জাতির পিতাসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।