মালয়েশিয়ায় ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেতে খাদে পড়ে বাংলাদেশি নিহত
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:৩৭ পিএম
মালয়েশিয়ায় ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পেতে খাদে পড়ে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দেশটির পেনাং প্রদেশের সেবারাংপেরা এলাকার বুকিত তেনগাহের মালয়ান রেলওয়ে (কেটিএম), ডিপোর কাছাকাছি ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে পালানোর সময় তিন মিটার গভীর খাদে পড়ে বাংলাদেশি মোহাম্মদ বাপ্পী (৩৯) নিহত হয়েছেন। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সেবেরাং পেরাই টেংগা জেলা পুলিশপ্রধান, সহকারী কমিশনার শফি আবদ সামাদ সাংবাদিকদের জানিয়েছেন, তিন মিটার খাদে পড়ে আছে এক ব্যক্তির লাশ- এমন একটি সংবাদ জনসাধারণ রোববার দুপুর ১২টায় পুলিশকে জানায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাপ্পী বন্ধুকে নিয়ে গ্রামে তার পরিবারের অ্যাকাউন্টে টাকা জমা দেয়ার জন্য একটি ব্যাংকে যাচ্ছিলেন।
দুই বাংলাদেশি ঘটনাস্থলে পৌঁছলে দু'জনকে অচেনা মোটরসাইকেল আরোহী গতিরোধ করে আঘাত করলে পালাতে গিয়ে তিন মিটার গভীর খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত বাংলাদেশি দুই বছর আগে মালয়েশিয়ায় এসেছেন এবং একটি কারখানায় কাজ করতেন।
ঘটনাস্থলে কোনো ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরা ছিল না। তবে সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং দণ্ডবিধির ৩৯৯ ধারা অনুযায়ী ডাকাতির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে পুলিশপ্রধান জানিয়েছেন।