Logo
Logo
×

পরবাস

শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের শোক

Icon

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৯:৫৯ পিএম

শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের শোক

দেশের অন্যতম বৃহত্তম শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান, যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠিতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা।

তারা বলেছেন, যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে দেশ ও জাতি একজন শিল্পোদ্যোক্তাকে হারিয়েছে। বাংলাদেশের শিল্প এবং গণমাধ্যমের উন্নয়নে জাতি নুরুল ইসলামের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্বরণ করবে।

শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত মাসিক ফোকাস বাংলা সম্পাদক নোমান মাহমুদ, বার্তা সম্পাদক মিজানুর রহমান, মাসিক প্রবাসে বাংলা সম্পাদক নুরুল আলম, মাসিক আফ্রো বাংলাসহ সম্পাদক ও বাংলা টিভির দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি এসএইচ মুহাম্মদ মুশাররফ, দ্যা বাংলা সম্পাদক শওকত বিন আশরাফ।

আরও শোক জানিয়েছেন জোহানেসবার্গ বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আজিজুল হক মানিক ও নুরুল আলম খোকন। বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন আলী ও সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন।

এছাড়া ইসলামিক ফোরাম অফ আফ্রিকার কেন্দ্রীয় মনিটরিং সেলের সভাপতি মোশারফ হোসেন ও হাউটেং প্রদেশের সভাপতি আলী আকবর, দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে তাজুল ইসলাম স্বপন, আজিজুল করিম মানিক ও দক্ষিণ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুরাদ খান শোক জানান।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম