সিরিয়া শরণার্থীদের সমুদ্র থেকে ফিরিয়ে দিয়েছে সাইপ্রাস
মো. মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৯:৪১ পিএম
সিরিয়ার ২০০ শরণার্থীকে সমুদ্র থেকে ফিরিয়ে দিয়েছে সাইপ্রাস নৌকর্তৃপক্ষ।
সিরিয়া হতে সমুদ্রপথে সাইপ্রাসে প্রবেশের সময় ২৭ মার্চ তাদেরকে বর্ডার থেকে ফেরত পাঠানো হয়।
করোনাভাইরাস মোকাবেলায় ১৫ মার্চ থেকে সাইপ্রাসের বিমানপথ, নৌপথ সব বন্ধ করে দেয়া হয়েছে।
সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী কোন্সতান্দিনুস পেট্রাডিস জানান, সাইপ্রাসের মতো একটা দেশে এতগুলো শরণার্থী বহন করা কিছুতেই সম্ভব নয়। সাইপ্রাস সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে ৫ হাজার আশ্রয় প্রার্থীর সাইপ্রাস থেকে নিয়ে অন্য কোথাও পুনর্ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছে।
সাইপ্রাসে বর্তমানে ৩৩ হাজার শরণার্থী রয়েছে। এটি জনসংখ্যার প্রায় ৩.৫ শতাংশ।
বর্তমান ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা ও আয়তনের তুলনায় সবচেয়ে বেশি শরণার্থী বহন করছে সাইপ্রাস।