Logo
Logo
×

পরবাস

ভ্যালেন্টাইন দিনে প্রশান্ত মহাসাগরের পাড়ে

Icon

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৯ পিএম

ভ্যালেন্টাইন দিনে প্রশান্ত মহাসাগরের পাড়ে

প্রশান্ত মহাসাগরের পাড়ে এসেছি। জলি, আমার বোন। সে প্রায়ই হাইকিং করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পাহাড়ি এলাকা দিয়ে। আমি হুট করে লসঅ্যাঞ্জেলসে এসেছি, কয়েক দিন থাকব, জলির বাড়ি উডহীলে।

আজ ১৪ ফেব্রুয়ারি বিকেলে জলির বাড়িতে বড় আকারে পার্টি হবে। সে বললো আজ হাইকিংয়ে যাব না বরং চলুন আপনাকে নিয়ে ম্যালিবু বিচে ঘুরে আসি। সাগর পাড় দিয়ে হাঁটাহাটি করা আমার বহু দিনের অভ্যাস। তাছাড়া সাগরের ঢেউ যখন বালুর ওপর আঘাত করে ফিরে যায় আবার ফিরে আসে, দেখে মনে হয় পানি এসেছিল বালুর সঙ্গে থাকতে ক্ষনিকের তরে। জলি আর আমি বালুর ওপর দিয়ে হাঁটছি সঙ্গে উপভোগ করছি প্যাসিফিক মহসাগরকে।

দেখছি পাহাড়ের ওপর গড়ে উঠা বিশাল বিলাসবহুল বসত বাড়ি। দেখতে দেখতে হাজির হলো এক ঝাঁক সামুদ্রিক পাখি, সুইডিশ ভাষায় এ পাখির নাম ‘ফিস্ক মোছ’ (fiskmås), ইংরেজিতে বলে ‘সিমিউ’ (seamew)। সামুদ্রিক এ পাখির জীবনধারা, আচরণে আকর্ষণীয় অভিসারী বিবর্তন প্রদর্শন করে তাদের ভালোবাসার মাঝে।

সাধারণত সামুদ্রিক এ পাখিদের আয়ু অনেক বেশি হয়। এরা প্রজনন করে অনেক পরে। অন্যান্য পাখিদের থেকে কম বংশ বিস্তার করে তবে তারা তাদের বাচ্চার পিছনে অনেক সময় ব্যয় করে থাকে।

সামুদ্রিক এ পাখি এবং মানব জাতির মধ্যে অনেক ঐতিহাসিক মিল রয়েছে। যেমন তারা শিকারিদের খাদ্য সরবরাহ করে, জেলেদের মাছ ধরার ভান্ডারে যাবার পথ দেখায়, এবং নাবিকদের স্থলভূমিতে পৌঁছানোর পথও দেখায়।

১৪ ফেব্রুয়ারি পৃথিবী জুড়ে ভ্যালেন্টাইনডে বা ভালোবসার দিন। সামুদ্রিক এ পাখি আমাকে তার ওপর একটি শিক্ষা দিয়েছে। বালুর ওপর পড়ে রয়েছে একটি গোলাপ ফুল ডালসহ, ওমা একটি ফিস্ক মোছ দিব্যি ফুলটিকে মুখে নিয়ে কি সুন্দর করে চলে গেল ফুলটি উপহার দিতে তার সঙ্গিনীকে।

দৃশ্যটি দেখে আমি তো অবাক এবং মনোমুগ্ধ হয়ে গেলাম।

পাখির জগতে ভালোবাসা আছে নিশ্চিত কিন্তু সাগরের তীরে গোলাপ ফুল উপহার দেয়া সঙ্গিনীকে তাও ১৪ ফেব্রুয়ারি, এ দৃ্শ্যেটি ছিল বিরল।

ভালোবাসার মধ্যে রয়েছে শুধু ভালোবাসা, সে ভালোবাসা হতে পারে সবার জন্য। তাই সবাইকে প্রাণঢালা ভালোবাসা আজকের এই মধুময় ভ্যালেন্টাইন দিনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম