দক্ষিণ আফ্রিকায় শুভ বড়দিন উৎসব পালন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম
![দক্ষিণ আফ্রিকায় শুভ বড়দিন উৎসব পালন](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/12/25/image-259641-1577283002.jpg)
যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকায় শুভ বড়দিন উৎসব পালিত হচ্ছে। ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব (ক্রিস্টমাস)।
খ্রিস্টান ধর্মের অনুসারীদের মতে দুই হাজার বছর আগে এই শুভদিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। বেথেলহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর। খ্রিষ্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের পুত্র।
বিশ্বের অন্যান্য দেশের মত দক্ষিণ আফ্রিকার খ্রিস্টান সম্প্রদায় এই দিবসটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করছে। এই উপলক্ষে পুরো দক্ষিণ আফ্রিকায় খ্রীস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।