জার্মানিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ এএম
জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও নীরবতা পালন, বিজয় দিবসের বাণীসমূহ পাঠ ও বঙ্গবন্ধুর নামে আয়োজিত একটি কর্ণারের পরিদর্শন।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগ নেতা মাবু জাফর স্বপন, মিজানুর হক খান, মোবারক আলী বকুল, নুরজাহান খান নুরি, মাসুদ রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, কাজী আব্দুল মওদুদ, আলমগীর আলী আলম প্রমুখ।
বক্তারা লাখ লাখ শহীদের রক্তে অর্জিত বিজয় দিবসের তাৎপর্য ও বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বাংলাদেশের উন্নয়ন এবং মধ্য আয়ের দেশ গড়ার স্বপ্ন নিয়ে কথা বলেন। জার্মানি তথা ইউরোপ প্রবাসী বাঙালিদের তিনি প্রবাসে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরতে আহ্বান জানান।
সবশেষে শহীদদের মাগফিরাত কামনা করে এবং দেশ ও সকল ধর্মের মানুষের জন্য কল্যান কামনায় দোয়া করা হয়।