Logo
Logo
×

পরবাস

লেবানন বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

Icon

ওয়াসীম আকরাম, লেবানন থেকে

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১১ এএম

লেবানন বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় লেবানন বৈরুত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে দূতাবাস। সোমবার দিনটির প্রথম প্রহরে সকাল ৯টায় দূতাবাস বিল্ডিং ছাদে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়। লেবাননে বাংলাদেশ সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার পতাকা উত্তোলন করেন। এসময় প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে বিকাল ৫টায় দূতাবাস হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।

এতে  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া  মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন শোনানো হয়।

এসময় বক্তব্য রাখেন লেবানন আওয়ামী লীগ আবুল বাশার প্রধান, বাবুল মুন্সি, রুবেল আহমেদ, মশিউর রহমান টিটু, মো. রাব্বানী, মিলন সরকার ও কমিউনিটির নেতা শামিম আহমেদ।

এসময় লেবাননে অবস্থানরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, দূতাবাস কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম