Logo
Logo
×

পরবাস

প্যারিসে ব্যবসায়ীদের ছাড়াই ব্যবসায়ীক সেমিনার অনুষ্ঠিত

Icon

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৯:১৫ পিএম

প্যারিসে ব্যবসায়ীদের ছাড়াই ব্যবসায়ীক সেমিনার অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। বাংলাদেশ দূতাবাস কমার্স উইংসের উদ্যোগে বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরটির সার্বিক ব্যবস্থাপনায় প্যারিসের চার তারকা হোটেল মেরকূরীর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মাস উইংসের কাউন্সিলর দিলারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরটির এক্সিকিউটিভ ডিরেক্টর পবন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

ব্যবসায়ীদের লক্ষ্যে এই অনুষ্ঠান হলেও সভাকক্ষে ছিলেন না প্যারিসের কোন ব্যবসায়ী। প্যারিসের শীর্ষ সংগঠন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম এন্ড কো অপারেটিভ সোসাইটির সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম মনে করেন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ না করে এধরনের আয়োজন আয়োজকদের ব্যর্থতা।

বিনিয়োগে প্রবাসী ব্যবসায়ীদের আগ্রহী করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যে কোন আয়োজনের আগে অবশ্যই পরামর্শ করলে ব্যবসায়ীরা উপস্থিতি হতো।

অনুষ্ঠানের শুরুতে একটি ডকু ভিডিওর মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের উৎসাহিত করতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরা হয়।

পাশাপাশি বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠা ১১টি অর্থনৈতিক জোনে কর্মতৎপরতাসহ বিদেশী বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাষ্ট্র প্রধানদের আগ্রহের কথা তুলে ধরেন বক্তারা। প্রবাসী বিনিয়োগে আগ্রহী করতে শতভাগ নিশ্চয়তা, নিরাপত্তা এবং সুষ্ঠ পরিবেশের কথা বলেন প্রবাসীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম