
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৭:৪১ এএম
অস্ট্রিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

তামিম হাসান, অস্ট্রিয়া থেকে
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৯:১৮ পিএম

আরও পড়ুন
৪৪তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করেছে অস্ট্রিয়াস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিকেলে রাজধানী ভিয়েনার স্থানীয় এক হলরুমে এই আলোচনাসভার আয়োজন করা হয়। সিনিয়র বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার সাবেক সফল সভাপতি ফজলুর রহমান বকুল, হাওলাদার আনোয়ার কামাল, মেজবাহ উদ্দীন, মনসুর আহমদ, নুরুল আলম একরাম, একেএম লিয়াকত আলী, হাওলাদার আনোয়ার কামাল, জুয়েল ইসলাম, শিবলী জামানসহ বিএনপি নেতাকর্মীরা।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠনিকতা শুরু করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, অভিবক্ত ঢাকার সাবেক মেয়র এবং সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা মরহুম শামসুসজ্জামান বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে আমন্ত্রিত বিএনপির নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নিয়ে বক্তব্য রাখেন।