Logo
Logo
×

পরবাস

কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ৩

Icon

সাদেক রিপন, কুয়েত থেকে

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম

কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ৩

কুয়েতের শুয়েক এলাকায় গাড়ীর গ্যারেজে অগ্নিকাণ্ডে মোহাম্মদ কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের দেশের বাড়ী নোয়াখালীর বেগমগঞ্জে। সোমবার (৪ নভেম্বর) শুয়েখ এলাকায় আনুমানিক সকাল ৫টার দিকে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগলে সেখানে থাকা কর্মরত একজন বাংলাদেশিসহ একজন ইন্ডিয়ান ও একজন মিসরি নাগরিক নিহত হন।

এছাড়াও আরো ২জন ভিন্ন দেশের নাগরিক গুরুতর আহত হলে তাদের নিকটতম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কলিম উদ্দিন জানান, নিহত কামাল ঐ গ্যারেজে গাড়ী ইঞ্জিনের তেল পরিবর্তনের কাজ করত।

তৈল জাতীয় পদার্থ থাকায় বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা মহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে জড়িয়ে পড়ে দোকান ও দোকানের সামনে থাকা গাড়ীগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের ১ ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম