Logo
Logo
×

পরবাস

ইতালিতে জাতীয় ক্রীড়া সংস্থার পরিচিতিসভা

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১১ পিএম

ইতালিতে জাতীয় ক্রীড়া সংস্থার পরিচিতিসভা

বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালিতে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্রীড়া সংস্থা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন রোমে বাংলাদেশ সরকার নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল। সভায় আংশিক কমিটি ঘোষণা করেন পরিচালক সাজ্জাদুল কবির।

ক্রীড়া সংস্থার সভাপতি হাজী মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সর্ব ইউরোপ আওয়ামী লীগ সহসভাপতি কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে আবুল কালাম সায়মন, জহিরুল হক, ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি আবু তাহের, মহিলা আওয়ামী লীগ সহসভাপতি উম্মে হানী ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু, ক্রীড়া সংস্থার সহসভাপতি লায়লা শাহ, মাহমুদুল হাসান প্রমুখ। 

বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। নব প্রজন্ম খেলাধুলায় মেতে উঠলে মাদকাসক্ত হবেনা। পাশাপাশি খেলায় মনোযোগ বাড়াতে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মূলধারার খেলায় যেতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে তাহলে হয়তো কেউ রোনালদো হয়ে বেড়িয়ে আসবে।

সভায় প্রধান অতিথি রাষ্ট্রদূত, ক্রীড়া সংস্থার পরিকল্পনা হিসেবে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় জাতীয় ক্রীড়া সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য পরাণ কৃষ্ণ সাহা ও মোজাম্মেল হক পাটওয়ারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এর আগে সম্মেলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।


পরিচিতি সভার কার্যকরী পরিষদের মধ্যে আবুল বাসার, মোজাম্মেল হোসেন মোল্লা, আবুল কালাম, সহসাধারণ সম্পাদক হেলাল রায়হান, মিজানুল হক মিজু, আরমান উদ্দীন স্বপন, সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান, সহসাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন বেপারী, রিয়াজ উদ্দীন ইকবাল,সহপ্রচার সম্পাদক কাজী বাহাদুর, দপ্তর সম্পাদক মতিউর মেহেদী, ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বুলবুল, জাতীয় দলের প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনিসহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নব গঠিত কার্যকরী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানান। 

অনুষ্ঠানে উপদেষ্টা আমিনুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতির ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম