Logo
Logo
×

পরবাস

জন্মদিনে বাংলাদেশ রাষ্ট্রদূত ইমতিয়াজকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

Icon

নাঈম হাসান, পর্তুগাল থেকে

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৮ এএম

জন্মদিনে বাংলাদেশ রাষ্ট্রদূত ইমতিয়াজকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো জোসেফ মাস।

সম্প্রতি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের ৬০তম জন্মদিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো জোসেফ মাস জার্মান ও ইংরেজি ভাষায় দুটি শুভেচ্ছা পত্রের মাধ্যমে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাপত্রে মন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরও লিখেন, প্রিয় রাষ্ট্রদূত আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর আগামীর প্রত্যাশা করি। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আপনার সাফল্য কামনা করছি, আশা করবো সামনের দিনগুলোতেও আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। আমাদের দুদেশের মধ্যে দৃঢ় এই সম্পর্ক তৈরিতে আপনার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। 

উল্লেখ্য, রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার পর থেকে জার্মানি-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কেরও উন্নতির ধারা অব্যাহত রয়েছে। জার্মানি-বাংলাদেশ ব্যবসায়িক বিনিয়োগ বেড়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি পর্তুগালে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠিত হয়। সেখানে প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। প্রায় সাড়ে তিন বছরের কূটনৈতিক সেই মিশনে পর্তুগাল-বাংলাদেশ পারস্পারিক সম্পর্ককে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। তার সময়ে পর্তুগালের লিসবন ও পোর্তো শহরে ভাষা শহীদদের স্মরণে দুটি স্থায়ী শহীদ মিনার স্থাপিত হয়।

কূটনীতিক ইমতিয়াজ আহমেদ ১৯৮৪ সালের বিসিএস ক্যাডার (পররাষ্ট্র)। দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুইডেন, নেপালে ও ভুটানে কর্মরত ছিলেন। কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরুর আগে রোম (ইতালি), কায়রো (মিশর), কুয়ালালামপুর (মালয়েশিয়া) ও ওয়াশিংটন ডিসির (যুক্তরাষ্ট্র) বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেন।

ইমতিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব বিষয়ে বিএসসি ও এমএসসি পাস করেন। এছাড়া তিনি ফরাসি ভাষার ওপর একটি ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকেও কূটনীতি বিষয়ে তার ডিগ্রি রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম