Logo
Logo
×

পরবাস

কুয়েতে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি আহত

Icon

সাদেক রিপন, কুয়েত থেকে

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০৩:০১ পিএম

কুয়েতে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি আহত

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ কামাল মোস্তফা নামে এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২১ আগস্ট) দিবাগত রাত ১ টায় কুয়েতের রিগাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার সহকর্মীরা জানান, ডিউটি শেষে রুমে রান্না করছিল মোস্তফা।

এমন সময় সিলিন্ডারের পাইপ লিক হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে তার শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। সে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৮ নং ইউনিয়নের পূর্ব দূর্গাপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বর্তমানে সে কুয়েতের আল সাবা হাসপাতালের বাবতিনে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ২১ তারিখ সন্ধ্যায় তাকে দেখতে মীরসরাই সমিতির সভাপতি রহিম উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি রেজাউল করিম, মঞ্জুরুল ইসলাম, বেলায়েত হোসেন, জয়নাল, মফিজ হাসপাতালে যান চিকিৎসার খোঁজ খবর নেন। কামাল মোস্তফা মীরসরাই সমিতির উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম