Logo
Logo
×

পরবাস

ফ্রান্সে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘পাক্ষিক প্যারিস টাইমস’

Icon

মাহমুদা আক্তার লাভলী, ফ্রান্স থেকে

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০২:২০ পিএম

ফ্রান্সে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘পাক্ষিক প্যারিস টাইমস’

ফ্রান্সে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘পাক্ষিক প্যারিস টাইমস’

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘প্যারিস টাইমস’ নামে একটি পাক্ষিক পত্রিকা আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে প্যারিসে নিজস্ব কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ট্রেড এক্সপার্ট মার্ক জর্জ আন্দ্রে এবং বিশেষ অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক মো. সালাহ উদ্দিন, উপদেষ্টা ফখরুল আকম সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, শরিফ আল মমিন, টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, সালেহ আহমেদ চৌধুরী, আবৃতিকার ও কবি রবিশঙ্কর মৈত্রী, চিত্রশিল্পী শাহাদাত হোসেন ও পত্রিকার প্রশাসনিক কর্মকর্তা জানা মার্টিন প্রমুখ।

পত্রিকা মুদ্রণ এবং অনলাইন ভার্সনে বাংলা ভাষার পাশাপাশি ফরাসি ভাষাতেও প্রকাশিত হবে জানান প্রকাশক কাজী এনায়েত উল্লাহ।

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটেয়ে থাকা প্রবাসীদের সেতুবন্ধন তৈরি ও প্রবাসীদের কল্যাণে এ পত্রিকাটি কাজ করবে বলে জানান পাক্ষিক প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক মো. সালাহ উদ্দিন ।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ প্যারিসের স্থানীয় সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বক্তারা বলেন, পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং প্রবাসীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম