ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির বার্ষিক বনভোজন
ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৪:০৭ এএম
শহরের ইট পাথর আর ব্যস্তময় জীবনে ক্লান্তির খোজে বার্ষিক সমুদ্র ভ্রমণে বনভোজন করেছে বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স।
প্যারিসের সিমপ্লন থেকে ৫টি বাস যোগে প্রায় তিনশত জন যাত্রী নিয়ে বেরক সারমের যাত্রা করে সকাল ৮ টায়। এতে বরিশালবাসী ছাড়াও ফ্রান্স প্রবাসী বিভিন্ন অঞ্চলের বাংলাদেশিদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
এ আয়োজন ধরে রাখার প্রত্যয় আয়োজকদের। যাত্রাপথে গান কবিতা কৌতুক আর নিজেদের পরিচিতি বাড়িয়ে আনন্দময় করে তোলেন অংশনেয়া অভিবাসীরা।
এ ধরনের আয়োজন প্রবাসে একটু হলেও স্বস্থির নিঃশ্বাস দেয়। প্রিয়জনদের সান্নিধ্যে না থাকার কষ্ট লাঘব করে। শিশু কিশোর ও নারী পুরুষদের পৃথক পৃথক খেলাধুলা, মুখরোচক খাবার ভ্রমণে আনে বাড়তি আনন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সিদ্দিক খানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, প্রধান উপদেষ্টা এনামুল হক স্বপন, সাবেক সভাপতি মোতালেব খান, সাবেক উপদেষ্টা নাসির উদ্দিন, সোহয়াব ভুঁইয়া,আবদুল জলিল শরিফ, রিকন দেওয়ান মনা, শামীম শাওন, মোস্তফা কামাল, কামাল শিকদার, জুয়েল শরীফ, তপু খান, শফিকুল ইসলাম শামীম, শহিদুল ইসলাম, আবদুল ছালাম, আবদুল হাকিম, আলী হোসেন, মারুফ ফয়সাল, সৈকত মৃধা, এনামুল হক অপু, মনির হোসেন, আরিফুল হক মিলন, লিটন মোল্লাহ, মালিক আসলামসহ আরো অনেকে।