পর্তুগালে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মিউনিসিপ্যাল মেরিট গোল্ড মেডেল অর্জন
মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল থেকে
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ০১:৪৪ এএম
পর্তুগালের বানিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন, বাংলাদেশ 'অ্যাসোসিয়েশন অব পর্তুগাল নর্থ' স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে দক্ষতা ও বিশেষ অবদান রাখার জন্য ‘মিউনিসিপ্যাল মেরিট গোল্ড মেডেল - ২০১৯’ এর জন্য নির্বাচিত হয়।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে পর্তুর সিটি মেয়র ড. রুই মোরেইরা ও অ্যাসেমবালী প্রেসিডেন্ট মিগেল লেইতের উপস্থিতিতে ‘কৃস্টাল প্যালেসে’ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্বনামধন্য বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল নর্থের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক কাজল আহমেদ, ইদ্রিস মাতবর, শরিফুজজামান খোকন, রাকিব হোসেন, মনির সোহেল, হাসিবুল হাসান মৃধা, মাফিক হোসেন, গোলাম রাব্বানী, মোহাম্মদ বাদশা প্রমুখ।
এসময় পর্তু মিউনিসিপ্যালিটির সুযোগ্য মেয়র ড. রুই মোরেইরাকে সংগঠনের পক্ষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা উল্লেখ করেন বিগত কয়েক বছর ধরে বাংলাদেশিদের দাবিকৃত সকল জনকল্যাণমূলক দাবিগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমাধান করেছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য অবদান হচ্ছে পর্তু শহরে স্থাপিত স্থায়ী শহীদ মিনার এবং দাবিকৃত মুসলিম কবরস্থান বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান উনার অধীনস্থ কাউন্সিলদেরকে।