Logo
Logo
×

পরবাস

ভিসা বন্ধ থাকা সত্বেও আবুধাবিতে দেশীয় প্রতিষ্ঠানের যাত্রা শুরু

Icon

ওবাইদুল হক মানিক, আবুধাবী থেকে

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ০৯:২৩ পিএম

ভিসা বন্ধ থাকা সত্বেও আবুধাবিতে দেশীয় প্রতিষ্ঠানের যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকা সত্বেও প্রবাসে দেশীয় স্বাদের খানাপিনার বিপুল সমাহার নিয়ে আবুধাবির ২৬ নং মোচ্ছাফ্ফায় নিউ ব্রান্ড  রেস্টুরেন্টের যাত্রা শুরু।

শুক্রবার (৫ জুলাই)  আমিরাতের অন্যতম ব্যবসায়ী ও গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি  আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব ফিতা কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মোহাম্মদ জানে আলম, গাউছিয়া কমিটি মোচ্ছাফ্ফা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব  মোহাম্মদ আলী জামাল, প্রতিষ্ঠানটির মালিক আবু জায়েদ মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ হারুন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মুনীর, মোহাম্মদ মউনউদ্দিন,  মোহাম্মদ শওকত, মোহাম্মদ ইয়াকুবসহ আরো অনেকে।


প্রতিষ্ঠানটির উদ্বোধন পূবর্বতী মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মুবীন।


উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা  অনুষ্ঠানে ব্যবসায়ীরা আমিরাতে দীর্ঘদিন ধরে  বন্ধ থাকা ভিসা ও ভিসা পরিবর্তনের সুযোগ চালুর দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম