রাষ্ট্রপতির সঙ্গে রূপকল্প ২০৪১ গবেষণা কেন্দ্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ
জমির হোসেন, ইতালি থেকে
প্রকাশ: ২৭ মে ২০১৯, ০৪:৩০ এএম
রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে ইতালির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। ২৩ মে বৃহস্পতিবার জার্মানির ফ্রাংকফুর্ট ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রেসিডেন্টশিয়াল স্যুটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে ইউরো বাংলাদেশ রূপকল্প ২০৪১ গবেষণা কেন্দ্র (Euro Bangladesh Research Centre for Vision 2041) ইবিআরসিভি '৪১ এর প্রতিনিধিবৃন্দ এ সাক্ষাতে অংশ নেন।
গবেষণা কেন্দ্রের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলালের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন হেড অব রিসার্চ ও ভেনিস কা ফসকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড.সৌর দাশগুপ্ত, ট্রাস্টি ও জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান খাঁন লিটন এবং ট্রাস্টি ও ইতালির ভেনিস বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক মেসবাহ উদ্দিন আলাল।
এসময় রাষ্ট্রপতিকে গবেষণা কেন্দ্রের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। রাষ্ট্রপতি ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ভিশন '৪১ ও সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ নিয়ে ফলপ্রসূ গবেষণা ও উপস্থাপনায় আরও মেধাবীদের সম্পৃক্ততার মাধ্যমে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন।
এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে উক্ত গবেষণা কেন্দ্রের উজ্জ্বলতর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ উদ্দিন ও রাষ্ট্রপতির এডিসি লে. কমান্ডার সাঈদ শিমুল। পরিশেষে ইতালির প্রতিনিধি দল প্রতিষ্ঠানের পক্ষে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।