Logo
Logo
×

পরবাস

প্রবাসীদের কল্যাণে কমিউনিটিকে এগিয়ে আসতে হবে: মালয়েশিয়ায় প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১১ মে ২০১৯, ০৯:২৮ পিএম

প্রবাসীদের কল্যাণে কমিউনিটিকে এগিয়ে আসতে হবে: মালয়েশিয়ায় প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসীদের কল্যাণে সরকারের পাশাপাশি কমিউনিটির স্বামর্থবানদের এগিয়ে আসতে হবে। ১১ মে শনিবার কুয়ালালামপুরের একটি হোটেলে কমিউনিটি নেতাদের সম্মানে আয়োজিত  ইফতার পূর্বক আলোচনায় এ আহ্বান জানান তিনি।


এ সময় কমিউনিটি নেতারা বিভিন্ন সমস্যা তুলে ধরলে জবাবে  প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বন্ধু বলেই প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করছেন। প্রবাসীদের কল্যাণে তাদের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই প্রবাসীদের কল্যাণে সরকারের পাশাপাশি কমিউনিটিকে কাজ করতে হবে।

কেউ যেন অবৈধভাবে অবস্থান না করে, কেউ যেন অবৈধ না হয় এবং মালয়েশিয়ার আইন মেনে চলে, রীতিনীতিকে শ্রদ্ধা করে এসব দেখার দায়িত্ব রয়েছে কমিউনিটির। দুঃস্থ অসহায়দের সহায় হতে হবে। 

মন্ত্রী বলেন প্রবাসীরা বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে মুক্তি সংগ্রামসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিটেন্স যোদ্ধাদের অব্যাহত প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

মালয়েশিয়া আমাদের বন্ধু প্রতিম দেশ। দেশটিতে যারা অবস্থান করছেন তাদের অনেক দায়িত্ব আছে  জানিয়ে যে কোন অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান  প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। তিনি বৈধ পথে দেশে পরিবারের নিকট কষ্টার্জিত  অর্থ প্রেরণ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম শাখার ২য় সচিব ফরিদ আহমদ, কমিউনিটি নেতা ওয়াহিদুর রহমান অহিদ, এ কামাল চৌধুরী  মনিরুজ্জামান মনির,  হুমায়ূন কবির শফিকুল হক চৌধুরী, বিএম বাবুল, জহিরুল ইসলাম জহির, মো. তরিকুল ইসলাম মিতুলসহ কমিউনিটি নেতৃবৃন্দ। 

ইফতারপূর্বক আলোচনা শেষে রয়েল চোলান হোটেলে সে দেশে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভা করেন তিনি।


এদিকে মালয়েশিয়ার স্থগিত বাজার চালু করাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে  ১৪ মে কুয়ালালামপুরে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ ছাড়া কোম্পানী ভিজিট, কর্মীদের সাক্ষাৎ, সারওয়াকের গভর্ণর, চিফ মিনিষ্টার, ইন্ডাষ্ট্রিয়াল মালিক, সারওয়াকের বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম