স্পেনের টেনেরিফে প্রবাসী বাঙালিদের বৈশাখি উৎসব
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কবির আল মাহমুদ, স্পেন থেকে
প্রকাশ: ০৩ মে ২০১৯, ১২:১৭ পিএম
![স্পেনের টেনেরিফে প্রবাসী বাঙালিদের বৈশাখি উৎসব](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/05/03/image-173511-1556864805.jpg)
স্পেনের রাজধানী মাদ্রিদসহ একাধিক নগরীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী উৎসব। পহেলা বৈশাখের এসব উৎসবে যোগদেন স্পেনে বসবাসকারী বাঙালি শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও স্থানীয় বাংলাদেশি সংগঠনের প্রতিনিধিরা।
স্পেনের টেনেরিফ শহরে কমিউনিদাদ দে বাংলাদেশ টেনেরিফ আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীরাও ভিন্ন আয়োজনে বরণ করে নিয়েছেন নতুন বছরকে।
২৯ এপ্রিল বিকেল ৩ টায় স্পেনের টেনেরিফের স্থানীয় একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। দেশীয় নানান রঙের পোশাক পরে বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে প্রবাসীরা অনুষ্ঠানে যোগদেন। তাদের উপস্থিতি দেখে মনে হয় এ যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানে দেশীয় নানা রকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
খাবারের তালিকায় ছিল বাঙালির প্রিয় ইলিশ, রুই মাছ, বিভিন্ন পদের মাংস, ভাজি, ভর্তা, খিচুড়ি, চটপটি, ফুচকা, মোয়া, রকমারি পিঠা, মিষ্টান্ন, দই, গুলের শরবতসহ পান সুপারী।
শতাধিক পরিবারের উপস্থিতি অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলে। উৎসবে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংস্কৃতি অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র লোকগীতি, দেশাত্মবোধক, জাগরণী গান ও নৃত্য পরিবেশন করা হয়।
সঙ্গীত পরিবেশন করেন বিপ্লব, সুমনা আক্তারসহ প্রবাসী শিল্পীরা।
সুমি আক্তার ও সাঈদ আহমেদের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক জাকির হোসাইন, সাঈদ আহমেদ, আমির হোসেন মন্টু, আলিম উদ্দিন, আলমগীর তাজ, জুয়েল খান, ফরহাদ হোসেন, নিয়ামত উল্লা, মাহবুব আলম, নাজিম উদ্দিন, আব্দুল বাসিত, কামাল উদ্দিন খোকা মিয়া, মহিউদ্দিন ও সাদমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সংগঠন টেনেরিফের সুমি আক্তার, নুরুন নাহার শ্রাবনী, তানজিনা আক্তার মিতু, রোকসান আক্তার রিনি, শারমিন আক্তার মুননি, তুলি সেন, ঝুমু আক্তার, শিলা আক্তার, অননি, জেরিন, মোহসেনা বেগম, তিথি আক্তার, নাজিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের নববর্ষের উপহার হিসেবে কাচের চুড়ি, তাল পাতায় নির্মিত হাত পাখা, মাটির গয়না ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য হলো আমাদের পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ বাড়িয়ে তোলা এবং প্রবাসে দেশের আবহমান সংস্কৃতি আর ঐতিহ্যকে এগিয়ে নেয়া। আর সেই সঙ্গে ভিনদেশিদের কাছে আমাদের সংস্কৃতি পৌঁছে দেয়া।