মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জবাসীর বাংলা নববর্ষ উদযাপন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কবির আল মাহমুদ , স্পেন থেকে
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০১:৩২ পিএম
![মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জবাসীর বাংলা নববর্ষ উদযাপন](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/04/30/image-172652-1556609884.jpg)
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে স্পেনের মাদ্রিদে বসবাসকারী বাংলাদেশিরা বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করেছে।
সোমবার (২৯ এপ্রিল ) বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের উদ্যোগে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়। রাজধানী মাদ্রিদের পার্শ্ববর্তী পিরামিড পার্কে দেশীয় নানান রঙের পোশাক পরে তাদের পরিবারের সদস্যরা বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন। উপস্থিতি দেখে মনে হয় এ যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশীদেরও বেশ আকৃষ্ট করে। অনুষ্ঠানে দেশীয় নানারকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ণ করা হয়।
শতাধিক পরিবারের উপস্থিতি অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলে। বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রানা জয়নুল ইসলাম, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া, কমিউনিটি নেতা সুমন নূর, জাকিরুল ইসলাম জাকি, আবু তাহের শেখ, শাহিন মিয়া, মো. কায়ুম মিয়া, মুয়াজ্জেম হোসেন, বাবুল শেখ, ওয়াহিদুজ্জামান, হেদায়াত মিয়া, মো. হেমায়েত, শামীমা হোসেন, খালেদা পারভীন, সেলিম মিয়া, মো. রাজু ও আব্দুল মোতালিব বাবুল প্রমুখ।