![কুয়েতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/04/19/image-168731-1555664041.jpg)
কুয়েতের খালেদিয়া বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের উপস্থাপনায় ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর দূতাবাসের কর্মকর্তারা বাণী পাঠ করে শোনান। এরপর প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসের ওপর আলোচনাসভায় কুয়েতের কমিউনিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস সুদীর্ঘ, ঘটনাবহুল, মর্মান্তিক অবিস্বরণীয়।
অনেকে এ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছিল সফল হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কারণে দেশে নতুন প্রজন্মরা স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পেরেছে।
এসময় দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ কুয়েতের বিভিন্ন পেশার কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।