ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবস উদযাপন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে
প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০২:০৮ পিএম
![ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবস উদযাপন](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/04/19/image-168726-1555661501.jpg)
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্প্রতি মুজিবনগর দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ।
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং মুক্তিযুদ্ধের শহীদের স্বরণে এক মিনিটি নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
আলোচনা পর্বে অতিথিরা মুজিবনগর দিবসের প্রেক্ষাপট গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা সঠিক ইতিহাস জানা এবং সে ইতিহাসকে নতুন প্রজন্মের নিকট তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটনের উপস্থাপনায় সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাশেম, আবুল কাশেম, ফয়সাল ইকবাল, কামরুল হাসান বকুল, সাহেদ আলী, জাকির হোসেন ভূইয়া, শাহজান রহমান, মঞ্জুরুল আহসান সেলিম, যুগ্ম সম্পাদক মোস্তাফা হাসান, এমদাদুল হক স্বপন, ফয়সাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, উপদেষ্টা মনু মিয়া, সালেহ নুরুল হক ভূইয়া, হারুনুর রশিদ, সালেহ আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইসলাম, ত্রাণ দূর্যোগ সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফসহ আরো অনেকে।