Logo
Logo
×

পরবাস

কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী

Icon

মো. শরিফুল ইসলাম আবুল, কাতার থেকে

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৩৮ পিএম

কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী

বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ কাতারকে বাংলাদেশের বিদ্যুৎ, ওষুধ ও আইসিটিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার কাতারের দোহায় ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে কাতারের শুরা কাউন্সিলের স্পিকার আহমাদ বিন আবদুল্লা বিন জায়েদ আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতকালে দুই স্পিকার সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার শিরিন শারমিন বলেন, সংসদ সদস্যদের মধ্য পারস্পারিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম