Logo
Logo
×

পরবাস

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি মুন্নির সাফল্য

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১১:৪৫ এএম

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি মুন্নির সাফল্য

সনদ গ্রহণ করছেন মুন্নি। ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের ভোলা জেলার মেয়ে মুন্নি ইসলাম। 

তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অনুষদ থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন।

মঙ্গলবার ওই অনুষদের পক্ষ থেকে মুন্নি ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেয়া হয়। 

জানা গেছে, মুন্নি ইসলাম ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি ২০০২ সালে বাবা-মায়ের সঙ্গে ভিয়েনা যান। 

এর পর স্থানীয় একটি স্কুলে উচ্চমাধ্যমিক শেষ করে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অনুষদে ভর্তি হন।

মুন্নি ইসলাম বলেন, আমার সব অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। কারণ তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এই সাফল্য লাভ করতে পারতাম না।

মুন্নি ইসলামের বাবা সাইফুল কবির ১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ায় বসবাস করছেন। 

বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রিয়া শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম