বঙ্গমাতা পরিষদের মহান স্বাধীনতা দিবস পালন
মো. ওবায়দুল হক মানিক, দুবাই থেকে
প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০১:৫৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় একটি হোটেলে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। প্রধানবক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আইয়ুব আলী বাবুল। সভাপতিত্ব করেন বঙ্গমাতা পরিষদের সভাপতি ইকবাল বকুল।
সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন টুটুল এবং ওনার সহধর্মিনী মিসেস শামসুন নাহারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গমাতা পরিষদের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হক, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক, সহসভাপতি শওকত মোল্লা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, বঙ্গমাতা পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল মানিক, সহসাধারণ সম্পাদক জিএম হেলাল, প্রসাসের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু নাসের, প্রশাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রশাসের উপদেষ্টা নাসিম উদ্দিন, যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বুলবুল বলেন, প্রবাসে আমাদের দেশের হয়ে কথা বলতে হবে এবং এ দেশের আইন কানুন মেনে চলতে হবে। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা।
প্রবাসীদের অবদানের জন্য দুবাইয়ের বিশ্বের উঁচু ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা স্থান পেয়েছেন।
অনুষ্ঠান শেষে ঢাকার বনানীতে আগুনে দগ্ধ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।