Logo
Logo
×

পরবাস

পোল্যান্ডে স্বাধীনতা দিবস ও কূটনৈতিক সংর্বধনা

Icon

রেদোয়ান আহমেদ, পোল্যান্ড থেকে

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ০২:৫০ এএম

পোল্যান্ডে স্বাধীনতা দিবস ও কূটনৈতিক সংর্বধনা

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ বাংলাদেশ দূতাবাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ মঙ্গলবার দিবসের প্রথমভাগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পোল্যান্ড নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।

এরপর পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং দূতাবাসের প্রথম সচিব  ও দূতালয় প্রধান অর্নিবাণ নিয়োগীর পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। তারপর ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পোল্যান্ড দূতাবাস জানায়, অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সন্ধ্যায় ওয়ারশ স্থানীয় এক হোটেলে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন  পোল্যান্ডের উচ্চ পর্যায়ের নেতা, সংসদ সদস্য, পোল্যান্ড নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, পোল্যান্ডের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়িক নেতা এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পোল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। অতিথিদের নিয়ে কেক কেটে রাষ্ট্রদূত মাহফুজুর রহমান সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন। 

রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতি শ্রদ্ধা জানান। তিনি পোল্যান্ড -বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে পোল্যান্ডের সহযোগিতার জন্য পোল্যান্ড সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম