দক্ষিন কোরিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন
যুথি ইকরাম, দক্ষিণ কোরিয়া থেকে
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০২:৫০ পিএম
কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং রাষ্ট্রদূত আবিদা ইসলামের আমন্ত্রণে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন কোরিয়াতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, স্থানীয় বাঙালি, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মিলেনিয়াম সিউল হিলটন হোটেলের তৃতীয় তলার অডিটরিয়ামে স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠান আয়োজিত হয়।
স্বাধীনতার পটভূমি, প্রয়োজনীয়তা এবং এর অর্জনের জন্য দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে অতিথিদের সামনে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।
সবশেষে উপস্থিত অতিথিদের বাংলাদেশি রকমারী সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।