মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শীর্ষ স্থানীয় ব্যাবসায়ী, সংগঠক, লেখক সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা দিবস।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি জাপান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।