Logo
Logo
×

পরবাস

কাতারে বাংলা চলচ্চিত্র আয়নাবাজি প্রদর্শন

Icon

মো. শরিফুল ইসলাম আবুল, কাতার থেকে

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১২:৫০ পিএম

কাতারে বাংলা চলচ্চিত্র আয়নাবাজি প্রদর্শন

কাতারে ঢালিউডের আলোচিত ছবি 'আয়নাবাজি'র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাতারের শিক্ষা সংস্কৃতি এবং পর্যটন নগরী ‘কাতারা’ সিনেমায় প্রিমিয়ার শোর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

মূলত চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, নায়িকার চরিত্রে নাবিলাকে ঘিরে ছবিটি নির্মাণ করেন ছবির পরিচালক অমিতাভ রেজা।

বাংলাদেশ ফোরাম কাতারের সার্বিক ব্যবস্থাপনায় প্রাণবন্ত প্রিমিয়ার শোতে অংশনেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে কাতারের নাগরিক, কূটনৈতিক ও বিভিন্ন পর্যটকরাও অংশ নেন।

বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ জানান, সপ্তাহব্যাপী বাংলাদেশ উৎসব পালন করছি আমরা। এর অংশ হিসেবে বাংলা চলচ্চিত্র 'আয়নাবাজি'র প্রদর্শন করা হয়েছে।দর্শকদের হৃদয়কাড়া একটি সুস্থ ও ব্যতিক্রমী ছবি উপহার দেয়ার জন্য ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম