Logo
Logo
×

পরবাস

ডেনমার্কে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Icon

মোহা. আব্দুল মালেক হিমু, প্যারিস ফ্রান্স

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০২:২৫ পিএম

ডেনমার্কে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী কোপেনহাগেনে আলোচনাসভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  এরপর বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, 'বঙ্গবন্ধু লক্ষ মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছেন, তাদের নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করতে পেরেছেন। একটি স্বাধীন রাষ্ট্রের বাস্তবায়ন করে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করলেই বঙ্গবন্ধুর জন্মঋণ সার্থক হবে।' সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, আহসান উজ্জামান, ডেনমার্ক যুবলীগের আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম