Logo
Logo
×

পরবাস

জার্মানিতে আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশ

Icon

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৬:৪০ এএম

জার্মানিতে আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশ

জার্মানির রাজধানী বার্লিনে চলছে পর্যটন শিল্পের সর্ববৃহৎ মেলা 'আইটিবি বার্লিন ২০১৯'। আন্তর্জাতিক এ পর্যটন মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৮০টি দেশ। ৬ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা ১০ মার্চ পর্যন্ত চলবে।

মেলায় বাংলাদেশের সুন্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকতসহ বাংলাদেশের দর্শনীয় স্থানকে বিভিন্ন দেশের পর্যটক ও দর্শনার্থীদের সামনে তুলে ধরছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।  

পর্যটন ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলে আরো আছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী অফিসার (অতিরিক্ত সচিব) ভুবন চন্দ্র বিশ্বাস, ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিষ্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম ভুইয়া, মো. মনিরুজ্জামান মাসুম এবং রিভারিয়ান ট্যুরস-এর সিইও সৈয়দ মাহাবুবুল ইসলাম (বুলু) সহ আরো অনেকে।

বিভিন্ন দেশের পর্যটক ও দর্শনার্থীদের সামনে নিজ নিজ দেশের আকর্ষনীয় স্থানগুলো তুলে ধরতে ১৮০ টি দেশের দশ হাজারের বেশি ট্যুরিজম এজেন্সি এবারের বার্লিন আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম