Logo
Logo
×

পরবাস

লিসবনে লীডস পিজ্জার তৃতীয় শাখার উদ্বোধন

Icon

মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ০২:০৫ পিএম

লিসবনে লীডস পিজ্জার তৃতীয় শাখার উদ্বোধন

স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিশ্রুতি এবং উন্নত পরিবেশের নিশ্চয়তা দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের ব্যস্ততম বেনফিকায় এলাকায়, ইংল্যান্ডের লীডস অ্যালায়েন্স (বিডি) লিমিটেডের ফুড সেক্টরের লীডস পিজ্জার তৃতীয় শাখার উদ্বোধন হয়েছে।

 

সোমবার স্থানীয় সময় সকাল ১১.৩০মিনিটে ফিতা কেটে লীডস পিজ্জার তৃতীয় শাখাটি উদ্বোধন করেন পর্তুগালের নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের প্রথম সচিব মো. হাসান আব্দুল্লাহ তৌহিদ।

 

আরো উপস্থিত ছিলেন লীডস অ্যালায়েন্স (বিডি) লিমিটেডের চেয়ারম্যান আনোয়ারুল আম্বিয়ার, হেড অব ফিন্যান্স মামুনুর রশীদসহ লীডস অ্যালায়েন্স (বিডি) পর্তুগালের কর্মরত তারেক আহমেদ রাজু, জাকেরীন মজুমদার, আব্দুল কুদ্দুছ মারুফ, সুমন আহমেদ, রেদুয়ান আহমেদ সেলিম প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্যে বলেন, লীডস পিজ্জা বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করবে।

দুই বছরের মধ্যে তার তিনটি শোরুম চালু করেছে যা প্রবাসের মাঝে আমাদর তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।

 

আরো উপস্থিত ছিলেন শামীম, জমির, সেলিম, ইয়ারা, তামারা, লিলিয়ানী, মিগেল, জামিল, মসুদ, জুবের, ইয়ান, জন, নাসির, কাদির, রাজু প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম