বেলজিয়ামে মহান একুশে ফেব্রুয়ারি পালন
ফারুক আহাম্মেদ মোল্লা, বেলজিয়াম থেকে
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০১ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্ট ইন বেলজিয়াম।
একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান ভাষা আন্দোলনে শহীদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তানভির হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি ফৌজ, আরিফ উদ্দীন, প্রাক্তন সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, উপদেষ্টা আলী মনসুর, জাকারিয়া কাউছার, শারাফ উদ্দীন সোহান, স্টুডেন্টদের মধ্যে ছিলেন হিমু, মাকসুদ, একরাম, আফসানা প্রমুখ।