Logo
Logo
×

পরবাস

বেলজিয়ামে বসন্ত ফাল্গুন উদযাপন

Icon

ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেল থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৫ পিএম

বেলজিয়ামে বসন্ত ফাল্গুন উদযাপন

বেলজিয়াম-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব (বিবিএফসির) আয়োজনে সম্প্রতি বেলজিয়ামের এন্টারপেন শহরে বসন্ত ফাগুন উযাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রত্না খান তমা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিল নুসরাত।

সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের সদস্য সহসভাপতি দিলরুবা বেগম মিলি, কোষাধক্ষ্য রোজিনা মোম, যুগ্ম সম্পাদক ফারজানা আক্তার, প্রচার সম্পাদক নায়লা নাজ সোমা প্রমুখ।


প্রকৃতির জড়তা কাটিয়ে আসছে ঋতুরাজ বসন্ত। নতুন উদ্যোম, নতুন প্রেরণা নিয়ে ফাল্গুনের বেলজিয়ামে অবস্থানরত প্রবাসী বাঙালীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম