
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পিএম
ঢাকা বইমেলায় লসঅ্যাঞ্জেলেসের চার প্রবাসীর বই

আতাউল খান রিপন, লসঅ্যাঞ্জেলেস থেকে
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৭ পিএম

আরও পড়ুন
অমর একুশে গ্রন্থমেলায় হাজার হাজার নতুন বই বের হবে। এ মেলায় নবীন প্রবীণ লেখকদের বই বের হবে। সেক্ষেত্রে প্রবাসী লেখকরাও পিছিয়ে নেই। পিছিয়ে নেই লসঅ্যাঞ্জেলেসের চার লেখক।
তপন দেবনাথ - লসঅ্যাঞ্জেলেস প্রবাসী লেখক ও সাংবাদিক। তার দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুইটির নাম হচ্ছে- ‘আমেরিকা সংলাপ’ এবং ‘যে সবে বঙ্গেত জন্মি' (গল্প গ্রন্থ)। প্রকাশ করেছেন শুদ্ধ প্রকাশ।আর বই দুইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। পাওয়া যাবে একুশের বই মেলায় শুদ্ধ প্রকাশের স্টলে। তপন দেবনাথের এ যাবত বই প্রকাশিত হয়েছে ২৫ টি।
শাহানা পারভীন - লসঅ্যাঞ্জেলেস প্রবাসী কবি লেখক উপস্থাপিকা ও অভিনেত্রী। তার এবারের ২১শের বই মেলায় ২০১৯ আরেকটি কবিতার বই বের হলো। বইটির নাম ‘মানবতা আমাদের ঠিকানা’ শাহানা পারভীন গত বেশ কিছু দিন যাবত ঢাকাতে অবস্থান করছেন। দু’জন প্রিয় মানুষকে (তার মা জননী আরেকজন শাশুড়ি মা) উৎসর্গ করেছেন। দু’জনই হারিয়ে গেছেন না ফেরার দেশে।
জিয়াউদ্দিন আহমেদ - একজন লসঅ্যাঞ্জেলেস প্রবাসী নতুন লেখক তার প্রথম বই ‘দাঁড়াও পথিকবর’ দি রয়েল পাবলিশার্স বইটি প্রকাশ করেছে। লেখক নিজেই বইমেলায় উপস্থিত থাকবেন বলে ইতিমধ্যেই ঢাকাই গিয়েছেন।
এম ইসলাম মাসুদ - এ্যারিজোনাতেই বসবাস করেন, মাঝে মধ্যে লসঅ্যাঞ্জেলেস বিভিন্ন অনুষ্ঠান দেখা যায়। বই মেলায় লেখা ‘গুম’ উপন্যাসটির প্রথম খন্ড একুশের বই মেলায় পাওয়া যাবে, স্টল নং ৫২৮-৫২৯, মুক্তচিন্তা প্রকাশনালয়ে। ২০১৪ সাল থেকে এম ইসলাম মাসুদ নিয়মিত লিখেই চলেছেন।