Logo
Logo
×

পরবাস

জার্মানিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি

Icon

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৫ এএম

জার্মানিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি

জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে ১৪ ফেব্রুয়ারি জার্মান সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এ সফর ঘিরে জার্মানি সহ ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

প্রধানমন্ত্রীর জার্মানি সফরকে কেন্দ্র করে ইতিপূর্বে জার্মান আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জার্মান ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। জানাযায়, ইউরোপের সকল দেশ থেকেই আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে মিউনিখে উপস্থিত থাকবেন। 

জার্মান আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জার্মান সফরে শেখ হাসিনাকে সর্বকালের সবচেয়ে বড় সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ।

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা শীর্ষ সম্মেলনে অন্তত: ২৫টি দেশের সরকার প্রধানরা যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০টি দেশের পররাষ্ট্র বা প্রতিরক্ষামন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনফারেন্সে অংশ নেয়া বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরতে পারেন বলে জানা গেছে। 

এ সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ, নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ, ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মোঘেরিনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম