আমিরাতে বৈধপতে টাকা পাঠানোর আহ্বান
লুৎফুর রহমান, আমিরাত থেকে
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৮ এএম
পরবাস থেকে হুণ্ডিতে টাকা পাঠানো রাষ্ট্রদ্রোহী কাজ। প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখতে প্রবাসীকে বৈধ পথে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। যমুনা ব্যাংক আয়োজিত প্রবাসীদের সম্মিলন ও সি এস আর সেমিনারে বক্তারা এ আহ্বান করেন।
শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি শফিকুল আলম। ম্যাজিক এ্যান্ড ফান ইভেন্টের পরিচালক মামুন চৌধুরী ও সোনিয়া সামিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ, অস্কার নিওনের এমডি তফাজ্জল হোসেনসহ আরো অনেকে।
এ সময় প্রবাসীরা বিনা চার্জে ব্যাংক একাউন্ট খুলেন। পরে রাফেল ডতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।