Logo
Logo
×

পরবাস

মাসকাট রুটে বড় উড়োজাহাজ সংযোজনের আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর

Icon

এম, এনাম হোসেন, সংযুক্ত আরব আমিরাত থেকে

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৪৩ পিএম

মাসকাট রুটে বড় উড়োজাহাজ সংযোজনের আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর

মরদেহ, অসুস্থ যাত্রী পরিহন ও ব্যাগেজ জটিলতা নিরসনে ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ সংযোজন করা হবে বলে ঘোষনা দিয়েছেন  বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সোমবার সচিবালয়ে  আন্তর্জাতিক সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম সমিতি ওমানের সঙ্গে এক বৈঠকে বিষয়টি অবহিত করেন তিনি।

এনআরবি- সিআইপি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট  মাহতাবুর রহমান নাছির, সিনিয়র সহসভাপতি তাতাইয়ামা কবির, এম শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীব, সাংগঠনিক সম্পাদক  ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক ওমান প্রবাসী আশরাফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ওমান প্রবাসী হাফেজ ইদ্রিস, কার্যনির্বাহী সদস্য মোসাদ্দেক চৌধুরী সহ অন্যান্য নেতা এবং সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

বৈঠকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষে জানানো হয়,  ৬ মাস ধরে মাস্কাট রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে আছে ওমান প্রবাসী প্রায় ৮ লাখ বাংলাদেশি। হিমঘরে মরদেহের দীর্ঘ সারি আর হাসপাতালের বিছানায় অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের আর্তনাদের পরেও  টনক নড়ছেনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ কর্তৃপক্ষের।

রাষ্ট্রীয় সংস্থাটির চরম উদাসীনতা মানবেতর পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে ওমানের রেমিট্যান্স যোদ্ধাদের। এছাড়া মাদক পাচারসহ বিমানবন্দর কেন্দ্রীক বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীর নজরে আনা হয়।  প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে সবকিছু শুনেন এবং বাংলাদেশ বিমান ও বিমানবন্দর কেন্দ্রীক প্রবাসীদের সকল সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান বৈঠক শেষে প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষে ওমানী স্মারক প্রদান করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম