Logo
Logo
×

পরবাস

ইতালিতে আয়েবার ১৫তম কার্যনির্বাহী সভার প্রস্তুতি সম্পন্ন

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৩:২৮ এএম

ইতালিতে আয়েবার ১৫তম কার্যনির্বাহী সভার প্রস্তুতি সম্পন্ন

ইতালির দক্ষিণে সিসিলি দ্বীপের অন্যতম পর্যটন নগরী কাতানিয়াতে ২৬ জানুয়ারি অল ইইরোপিয়ান বাংলদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) ১৫তম কার্যনির্বাহী সভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আয়েবার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।এশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসীদের অধিকার আদায়ের জন্য এ সংগঠন কাজ করে যাচ্ছে।

এটি আয়েবার কার্যনির্বাহী পরিষদের পঞ্চদশ সভা। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, বর্তমান ইতালি রোমে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

এছাড়া বন্দরনগরী কাতানিয়া মিউনিসিপ্যালিটিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যথাসময়ে সোচ্চার ও কার্যকর ভূমিকা পালন করার মধ্য দিয়ে আয়েবা ইতোমধ্যে ইউরোপের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কাছে আলোচিত সক্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে।

আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ড.জয়নুল আবেদিন এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আয়েবা ইউরোপের বিভিন্ন দেশের প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গেও নীবিড় সম্পর্ক স্থাপন করেছে প্রবাসীদের স্বার্থে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম