Logo
Logo
×

পরবাস

মাদ্রিদে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের অভিষেক

Icon

বকুল খান, স্পেন থেকে

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১১:৫০ এএম

মাদ্রিদে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের অভিষেক

গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন মাদ্রিদের অভিষেক বিপুল উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে |

১ জানুয়ারি মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে এ অভিষেক ও আলোচনার আয়োজন করা হয় | এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ| কমিউনিটি নেতা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও রাসেল দেওয়ান এবং ইনসাফ সুমন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল খায়ের, আল মামুন, জাকির হোসেন, মাসুদ রানা, শামীম আহমেদ, এমদাদ হাওলাদার, আব্দুর রহমান, আবু বক্কর প্রমুখ, কাজী আফতাফ উদ্দিন, লিপি, আবু তাহের, সুমন নূর ও রানা আবেদীন |

অনুষ্ঠানে ঢাকাবাসী পরিবার পরিজন ছাড়াও মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয় | গোলাম মোস্তফা জাহাংঙ্গীর কে সভাপতি, আবুল হোসেন কে সিনিয়র সভাপতি, ইনসাফ সুমন ভূঁইয়া কে সাধারণ সম্পাদক এবং নূর মোহাম্মদ রিপন কে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোহেল আহমেদ সামসু, আবু জাফর রাসেল, ফখরুল হাসান, আল মামুন ডালিম, শরীফ খন্দকার, জলিউর রহমান, সাদ উদ্দিন, সিপার আহমেদ, আসাদ খান, শায়েক আহমেদ, ডোমেনিক রাজু, খালেদা পারভীন, শামীমা আহমেদ, আনা রেবিয়া, মো. জাহাঙ্গীর, শওকত হোসেন, মাজহারুল ইসলাম, পনির হাওলাদার, আব্দুল আলিম প্রমুখ |

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম