Logo
Logo
×

পরবাস

নিউইয়র্কে বড়দিনের পার্টিতে তারার মেলা

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ পিএম

নিউইয়র্কে বড়দিনের পার্টিতে তারার মেলা

নিউইয়র্কে বড়দিনের পার্টিতে বাংলাদেশের তারকরা। ছবি: যুগান্তর

দেশের অভিনয় জগতের অনেক তারকা শিল্পীই এখন বসবাস করছেন নিউইয়র্কে। পারিবারিক, ব্যক্তিগত কিংবা কর্মসূত্রে তাদের কেউ স্থায়ীভাবে বসবাস করছেন কেউ-বা নিয়মিত আসা-যাওয়ার মধ্যে আছেন। 

দেশের বাইরে সবচেয়ে বেশি তারকাদের বসবাস এখন নিউইয়র্ক শহরে।  

বড়দিন উপলক্ষে সোমবার তারকা দম্পতি টনি ডায়াস ও প্রিয়া ডায়াসের লং আইল্যান্ডের বাড়িতে সম্মিলন ঘটে দেশের অনেক তারকাদের। 

একে অপরকে কাছে পেয়ে তারা জম্পেস আড্ডায় মেতে ওঠেন।  

বড়দিন উপলক্ষে এদিন ক্রিসমাস ট্রি আর বাহারি নানা কিছু দিয়ে নিজের বাড়িটি সুন্দর করে সাজান টনি-প্রিয়া ডায়াস দম্পতি। 

তাদের একমাত্র কন্যা অহনা অতিথিদের বাড়িতে অভ্যর্থনা জানান। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী কুমকুম হাসান, করবী মিজান, তমালিকা কর্মকার, রোমানা খান, রিচি সোলায়মান, মিলা হোসেন, ইপসিতা শবনম শ্রাবন্তী, নওশীন নাহরীন, প্রত্যাশা, খায়রুল ইসলাম পাখি,

নিউইয়র্কে বড়দিনের পার্টিতে বাংলাদেশের তারকরা। ছবি: যুগান্তর

আদনান ফারুক হিল্লোল, শিবলী নোমানী, সুলতান বোখারী, উপস্থাপক আনিসুর রহমান দীপু ও সাদিয়া খন্দকার, মডেল চৈতী, নাট্যকার লিপি মনোয়ার এবং নির্মাতা ও প্রযোজক মনোয়ার পাঠান প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম