Logo
Logo
×

পরবাস

ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

Icon

অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ০১:৪৯ পিএম

ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

প্যারিসের অদূরে অবস্থিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

১৮ নভেম্বর, রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সেইন্ট ডেনিশস্থ সালন ডু পার্ক মিলনায়তনে উৎসবটি পালিত হয়।

কঠিন চীবর দান উপলক্ষে ভোর হতে শুরু হওয়া দিনব্যাপী এ অনুষ্ঠানে শীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ধর্মীয় শোভাযাত্রা, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

এতে সভাপতিত্ব করেন ধর্মচাক্কা বিহারের অধ্যক্ষ কে, আনন্দ নায়ক থের। উদ্বোধনী ভাষন দেন পণ্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত থিতা ধম্মা, ধম্মাসিরা নায়ক থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত  ক্যউ জেয়া। 

অন্যান্যদের মধ্যে দেশনা করেন ভদন্ত জ্যোতিসার থের, মুদিতারত্ন থের। ভদন্ত  চন্দ্রজ্যোতি থের, বুদ্ধপ্রিয় থের, ভদন্ত চিরসাতু ভিক্ষু সহ  বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষু।

মংগলাচরণ করেন ভদন্ত কল্যাণ রত্ন ভিক্ষু।  সঞ্চালনা করেন পলাশ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন খোকন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন অসীম বড়ুয়া। 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রীমা মুৎসুদ্দি সুমী বড়ুয়া, মায়া বড়ুয়া, রাত্রি বড়ুয়া, শিউলি রনি বড়ুয়া, সংগীতা বড়ুয়া।

তবলায় সঙ্গত করেন ইকন বাবু। কিবোর্ডে প্রজেস বড়ুয়া। বরণ সংগীতে সুনেত্রা বড়ুয়া, অদিতি বড়ুয়া, মিনতি বড়ুয়া, সাকুরা বড়ুয়া, জুলি বড়ুয়া, সৌম্যজয় বড়ুয়া, জয়ন্ত বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া। তবলায় সংগত করেন শাপলু চৌধুরী বড়ুয়া।

সন্ধ্যায়  সাংস্কৃতিক অনুষ্টানের  মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম