Logo
Logo
×

জাতীয়

পুলিশের হেফাজতে থাকা ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

পুলিশের হেফাজতে থাকা ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আজ ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শিগগিরই তারা কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন।

চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে কোনো ব্যক্তিকে আসামি বলা যায় না। হয়তো চার্জশিট থেকে তাদের নাম বাদ যাবে বলে যোগ করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

অন্য কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে helphsc24@gmail.com এ ইমেইলে সব তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক‌‌ সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী রোববার আরেক এইচএসসি পরীক্ষার্থীর জামিন দেওয়া হবে। 

এর আগে, বৃহস্পতিবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম