|
ফলো করুন |
|
|---|---|
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের ধাঁধা -
#ধাঁধা: আমি তুমি একজন দেখিতে এক রূপ,
আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।
গত ১৩ জানুয়ারি এর ধাঁধা ও তার উত্তর:
#ধাঁধা: শুভ্রবাসান দেহ তার,
করে মানুষের অপকার।
চিতায় তারে পুড়িয়া মারে,
তবু সে উহ আহ না করে।
উত্তর: সিগারেট।
