
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:২১ এএম
১৭ ফেব্রুয়ারি: আজকের ধাঁধা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩১ এএম

আরও পড়ুন
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।
সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘উপর থেকে পড়ল বুড়ি
কাথা-কম্বল লইয়া,
ভাসতে ভাসতে যায় বুড়ি
কানাই নগর দিয়া।’
২. ‘উপর থেকে পড়ল ছুরি,
ছুরি বলে কেবল ঘুরি।’
৩. ‘উপরে তিতা ভিতরে মিঠা,
লেবুর দলে বাস।
এই কথাটি বলতে গেলে
লাগে তিন মাস।’
৪. ‘উপরে চাপ নিলে চাপ,
মধ্যিখানে চেরোয় সাপ।’
গতকালের ধাঁধাগুলোর উত্তর-
১. ‘উল্টো করে চলবে তুমি,
চালটা তোমার ধরে।
পা কেটে ফল খাইয়ে দেব, ফল কেটে পান করে।’
উত্তর: বেলচা
২. ‘উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়?’
উত্তর: চামচিকা
৩. ‘উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবে চিন্তে বলে ফেলো তা।’
উত্তর: তাল
৪. ‘উল্টো সোজা একই কথা,
প্রাণি যেথা সেও তথা।
তিন অক্ষরে সবটা,
বল দেখি উত্তরটা।’
উত্তর: নয়ন