Logo
Logo
×

একদিন প্রতিদিন

৮ জানুয়ারি: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৮:২০ এএম

৮ জানুয়ারি: হাসতে নেই মানা

* জোকস-১

এক লোক হোটেলের সাইন বোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন-

ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।

লোক: কী বলছেন ভাই? আমার বিল?

ওয়েটার: হ্যাঁ, আপনার বিল।

লোক: কিন্তু সাইন বোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে’।
ওয়েটার: সেটা না হয় পরে দিয়েন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদার বিল।

* জোকস-২

তিনটি ইঁদুর একসাথে গল্প করছে-

১ম ইঁদুর: জানিস, আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়েও বেঁচে আছি।

২য় ইঁদুর: আমি তো ফাঁদে আটকে গেছিলাম কিন্তু ফাঁদ ভেঙে বের হয়ে এসেছি।
৩য় ইঁদুর: দোস্ত, তোরা বসে বসে গল্প কর। আমি একটু আমার পোষা বিড়ালটাকে খাবার দিয়ে আসি।

* জোকস-৩

ছেলে বিয়ে করবে, তাই বাবা একটি নতুন খাট বানাতে অর্ডার দিচ্ছেন-

বাবা: খাট মজবুত করে বানাও, এতে আমার ছেলে আর নতুন বউ শোবে।
কাঠমিস্ত্রি: এত মজবুত বানামু স্যার, খালি আপনার ছেলে কেন পুরা মহল্লার লোক বউয়ের সাথে শুইতে পারবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম