Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৯ ডিসেম্বর: আজকের ধাঁধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:১০ এএম

২৯ ডিসেম্বর: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) তোর দেশেতে সূর্য ওঠে

সকাল বেলা ভোর বেলাতে

বলতো দেহি কোন দেশেতে

সূর্য ওঠে মাঝ রাতেতে।

২) রাঙ্গা বিবি জামা গায়,

কাটিলে বিবি দুই খান হয়।

৩) অন্ধ নদী পিছল পথ

হয়না দিন, সদা রাত,

নদীর জন্য সোবেশাম,

পায়ে পড়ে মাথার ঘাম।

৪) রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে,

তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।

গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১. ‘উল্টো সোজা একই কথা,

প্রাণি যেথা সেও তথা।

তিন অক্ষরে সবটা,
বল দেখি উত্তরটা।’

উত্তর: নয়ন

২. ‘উপরে তিতা ভিতরে মিঠা,

লেবুর দলে বাস।

এই কথাটি বলতে গেলে
লাগে তিন মাস।’

উত্তর: জাম্বুরা

৩. ‘আশি টাকার খাসি,

নব্বই টাকার পোস্ত।

এক পিঠ দেখা যায়,
আর পিঠ কই দোস্ত?’

উত্তর: আকাশ

৪. ‘একটা ছোট ঘরে, অনেক মাথা ধরে।’

উত্তর: দেশলাই

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম