Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৬ অক্টোবর: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৭:০২ এএম

১৬ অক্টোবর: হাসতে নেই মানা

* জোকস-১

একজন লাস্যময়ী তরুণী কার্ডের দোকানে গিয়ে প্রেমিককে দেয়ার মতো সবচেয়ে সুন্দর কার্ডটি দেখতে চাইল।
দোকানি একটি কার্ড বের করে আনল। তাতে লেখা, ‘আমি ভালোবাসি তোমাকে... শুধুই তোমাকে’।

মেয়েটির কার্ড দেখে খুব পছন্দ হলো। তাই সে দোকানিকে এক ডজন কার্ড প্যাকেট করে দিতে বলল।

* জোকস-২

বাবা: পড়তে যাছ না কেন?
ছেলে: কেন?
বাবা: যাতে ভালো নম্বর পাছ।
ছেলে: তারপর?
বাবা: তাইলে ভালো বেতন পাবি।
ছেলে: তারপর?
বাবা: তাইলে বড় বাড়ি-গাড়ি কিনতে পারবি।
ছেলে: তারপর?
বাবা: আরামে বইসা বইসা রিলাক্স করতে পারবি।
ছেলে: তোমার কী মনে হয়? আমি এখন কী করতাছি?

* জোকস-৩

এক সকালে কাস্টমার হোটেল মালিককে বলছে-
কাস্টমার: দুর্ঘটনা ঘটার আগেই আমাকে চারটি মোগলাই পরোটা, এক প্লেট মাংস আর চারটি মিষ্টি দিন।

তাকে এসব দেওয়া হলো। সে খেতে শুরু করলো। হোটেল মালিক জিজ্ঞাসা করলো-
মালিক: কোন দুর্ঘটনার কথা আপনি বলছেন?
কাস্টমার: যাক, খাওয়া শেষ। এবার পুলিশ ডাকবেন, কি জেলে দেবেন, নাকি থালা-বাসন মাজাবেন, সেসব ব্যাপারে আলোচনা শুরু করুন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম